আপনি কি কম দামে ভালো ফোন কেনার কথা ভাবছেন? তাহলে তো আপনি অবশ্যই কনফিউজড হয়ে পড়বেন। কারণ এখন স্মার্টফোন কোম্পানিগুলো যে প্রতিযোগিতা শুরু করেছে তা দেখারই মত। আপনি নিজেই ঠিক করতে পারবেন না কোন কোম্পানির কোন সেটটি নিবেন। এখন সব কোম্পানিই কম দামে ভালো ফোন নিয়ে এসেছে।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে ১৫ হাজারের মধ্যে সেরা ৭টি কম দামে ভালো ফোন সাজেস্ট করব যেগুলো আপনার জন্য একদম পারফেক্ট হবে।কম দামে ভালো ফোন এখন সত্যিই স্মার্ট ফোন কোম্পানিগুলো দারুন প্রতিযোগিতা করছে। আগে দেখা যেত ছোট কোম্পানিগুলো অন্যান্য দামি ব্র্যান্ডগুলোর কাছে একদম পাত্তাই পেত না।
কিন্তু এখন এই কোম্পানিগুলো নিজেদের সেরাটা দিচ্ছে। আপনি এই কোম্পানিগুলোকে একদম ফেলে দিতে পারবেন না। এই মিড বাজেটের ফোনগুলোতে যেমন ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয় ঠিক তেমনি ডিসপ্লে, ডিজাইন ও অন্যান্য ফিচারে একদম অনন্য।
চলুন দেখে নিই একটি স্মার্ট ফোন কেনার আগে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হয়।
প্রথমত, বাজেট। আমি বলব একটি স্মার্ট ফোন কেনার আগে প্রথম যে বিষয়টি আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাজেট। ধরুন আপনি ১৫০০০ টাকা দিয়ে একটি ভালো ফোন কিনতে চান। তো আপনি অবশ্যই ১৫ হাজার টাকার মাঝে সেরা একটি ফোন কিনতে পারবেন কিন্তু তার মানে এই নয় যে এই ফোনটি ২০ হাজার টাকার একটি ফোন থেকে ভালো হবে। আপনি প্রথমে আপনার বাজেট ঠিক করুন। তারপর মার্কেটে যাচাই করে যে স্মার্টফোনটি সবচেয়ে ভালো হয় সেটি নিয়ে নিন। আর এখন তো কম দামে ভালো ফোন সহ খুবই সহজলভ্য।
দ্বিতীয়ত, প্রসেসর। যেহেতু আমরা কম দামে ভালো ফোন কিনতে চাই তাই প্রসেসরকে গুরুত্ব দিতেই হবে। আমরা এখন দেখতে পাই মিড/লো বাজেটের যে মোবাইল ফোন গুলো বাজারে আছে সেগুলোতেও অনেক ভালো মানের প্রসেসর দেওয়া হচ্ছে। তারমানে মিড বাজেটের একটি ফোন দিয়ে আপনি দারুন গেমিং বা অন্যান্য হেভি কাজগুলো করতে পারবেন।
প্রসেসর হচ্ছে একটি মোবাইলের মস্তিষ্কের মতো। প্রসেসর ভালো হলে আপনি অবশ্যই মোবাইলটি ব্যবহার করে মজা পাবেন। ধরুন একটি মোবাইলের অন্যান্য সব কিছু খুবই ভালো কিন্তু প্রসেসরটি একটু দুর্বল। তাহলে দেখা যাবে আপনি মোবাইলটি ব্যবহার করে মজা পাবেন না। মোবাইলটি স্লো হয়ে যেতে পারে। মোবাইল কিনার আগে যে বিষয়গুলো চিন্তা করতে হবে সে ক্ষেত্রে আমি দ্বিতীয় অবস্থানে প্রসেসরকেই রাখবো
তৃতীয়ত, ডিজাইন এবং ডিসপ্লে। আমি মনে করি ডিজাইন এবং ডিসপ্লে খুবই গুরুত্বপূর্ণ একটি মোবাইল পছন্দ করার ক্ষেত্রে। স্মার্টফোনের ডিজাইন যদি খুবই সুন্দর হয় এবং ডিসপ্লেটিও যদি ভালো মানের হয় তাহলে মোবাইল ব্যবহার করে খুবই ভালো একটি ফিল পাবেন।
আর এখন যেহেতু ক্লাস, মিটিং অনলাইনেই হয় সেই ক্ষেত্রে ডিসপ্লে টা একটু বড় হওয়ায় বাঞ্ছনীয়। আর আমরাও মোবাইল ফোন কেনার ক্ষেত্রে একটু বড় ডিসপ্লেকেই প্রাধান্য দিয়ে থাকি।
চতুর্থত, ক্যামেরা। এখন দেখা যাচ্ছে আপনি কম টাকার মাঝে ফোন কিনলেও আপনি অনেক ভালো ক্যামেরা পাচ্ছেন। আর যেহেতু আমরা সোশ্যাল সাইটে অনেক একটিভ তাই মোবাইল ফোন কেনার আগে ক্যামেরার বিষয়টি বিবেচনা করা উচিত।
আবার দেখা যায় অনেকেই মিড বাজেটের ফোন গুলো দিয়েই ইউটিউবিং, ফ্রিল্যান্সিং কাজগুলো করছেন। এই ক্ষেত্রে একটু ভালো মানের ক্যামেরা অবশ্যই দরকার।
পঞ্চমত, ব্যাটারি ব্যাকআপ। আমি মনে করি ব্যাটারি ব্যাকআপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এমন একটা মোবাইল বাছাই করবেন যাতে হেভি ইউজ করলেও একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
কম দামে ভালো ফোন কেনার ক্ষেত্রে এছাড়া আরো কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। যেমনঃ র্যাম, রম, অপারেটিং সিস্টেম, সেন্সর, স্ক্রিন রেজুলেশন ইত্যাদি। যদি আপনার মোবাইলের র্যাম এবং রম বেশি হয় তাহলে মোবাইল দ্রুত কাজ করবে।
আরও পড়ুন
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি | ফেসবুক পাসওয়ার্ড ফিরে পেতে করণীয়
- জিমেইল আইডি কিভাবে খুলবো | গুগল একাউন্ট খোলার নিয়ম
- জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করব কীভাবে | জিমেইল একাউন্ট রিকভারি
- রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার সহজ নিয়ম
কম দামে ভালো ফোন | সেরা ৭টি ফোন
আমি এখানে একটি ভালো স্মার্টফোন/ কম দামে ভালো ফোন কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত সেগুলো বিবেচনা করে ১৫০০০ এর মধ্যে সেরা সাতটি ফোন আপনার জন্য বাছাই করেছি। এক নজরে কম দামে ভালো ফোন গুলো দেখে নিনঃ
- Realme C15 Qualcomm Edition 4GB+128GB
- Infinix Hot 12 Play 4GB/64GB
- Realme C25s 4GB/128GB
- Samsung Galaxy A12 4GB/64GB
- Tecno Spark 9T 4GB/128GB
- Symphony Helio30
- Infinix Hot 10s 6GB/128GB
এখন এই স্মার্টফোন গুলোর ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নিইঃ
Realme C15 Qualcomm Edition 4GB+128GB
- ডিসপ্লেঃ 6.5\” IPS LCD
- প্রসেসরঃ Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm)
- অপারেটিং সিস্টেমঃ Android 10
- রিয়ার ক্যামেরাঃ কোয়াড সেট আপ (১৩,৮,২,২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০ এমএএইচ লিথিয়াম পলিমার
- র্যামঃ ৪ জিবি
- রমঃ ১২৮ জিবি
- দামঃ ১৩,৯৯০ টাকা
এই ফোনটি বাজারে এসেছে নভেম্বর ২০২০ এ। যদিও এই ফোনটি একটু পুরনো তারপরও এই ফোনটা লিস্টে রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ফোনের প্রসেসর এবং ব্যাটারি। এই বাজেটের মাঝে গেম খেলার জন্য সেরা একটি ফোন। আপনার টার্গেট যদি হয় গেম খেলা তাহলে এই হ্যান্ডসেটটি নিতে পারেন।
Infinix Hot 12 Play 4GB/64GB
- ডিসপ্লেঃ 6.82\” IPS LCD capacitive touchscreen
- প্রসেসরঃ MediaTek Helio G35
- অপারেটিং সিস্টেমঃ Android 12
- রিয়ার ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার
- র্যামঃ ৪ জিবি
- রমঃ ৬৪ জিবি
- দামঃ ১২,৯৯০ টাকা
ইনফিনিক্সের এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা একটি ফোন। এই ফোনটি মে ২০২২ এ বাজারে এসেছে। এই ফোনে মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি এই বাজেটের মাঝে অনেক ভালো। আর এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ও অনেক সন্তুষ্টজনক।
Realme C25s 4GB/128GB
- ডিসপ্লেঃ 6.5\” IPS LCD
- প্রসেসরঃ Mediatek Helio G85 (12 nm)
- অপারেটিং সিস্টেমঃ Android 11, Realme UI 2.0
- রিয়ার ক্যামেরাঃ ট্রিপল সেট আপ ( ৪৮,২,২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০ এমএএইচ লিথিয়াম আয়ন
- র্যামঃ ৪ জিবি
- রমঃ ১২৮ জিবি
- দামঃ ১৪,৯৯০ টাকা
রিয়েলমির এই ফোনটি জুন ২০২১ এ বাজারে এসেছে। এই ফোনটির ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং প্রসেসর খুবই ভালো। আর এই ফোনটিতে আপনার রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
Samsung Galaxy A12 4GB/64GB
- ডিসপ্লেঃ 6.5\” PLS IP
- প্রসেসরঃ Mediatek MT6765 Helio P35 (12nm)
- অপারেটিং সিস্টেমঃ Android 10
- রিয়ার ক্যামেরাঃ কোয়াড সেট আপ ( ৪৮,৫,৫,২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার
- র্যামঃ ৪ জিবি
- রমঃ ৬৪ জিবি
- দামঃ ১৪,৯৯৯ টাকা
এই লিস্টে স্থান পাওয়া একমাত্র স্যামসাং এর হ্যান্ডসেট হচ্ছে এইটি। স্যামসাং সাধারণত তাদের হ্যান্ডসেটে নিজস্ব প্রসেসর এক্সিনস ব্যবহার করে। কিন্তু এই সেটটিতে তারা মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহার করেছে যেটি এই বাজেটের মাঝে যথেষ্ট ভালো। এই ফোনটিতে আপনি ১৫ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই মোবাইলের ক্যামেরা এবং পারফরম্যান্স। এই মোবাইলের পারফরম্যান্স অনেক ভালো। এই হ্যান্ডসেটটি মার্চ ২০২১ এ প্রথম বাজারে আসে।
Tecno Spark 9T 4GB/128GB
- ডিসপ্লেঃ 6.6\” IPS LCD, 90Hz
- প্রসেসরঃ Mediatek MT6765V/CB Helio G37 (12 nm)
- অপারেটিং সিস্টেমঃ Android 12, HIOS 8.6
- রিয়ার ক্যামেরাঃ ট্রিপল সেট আপ ( ১৩,২,২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার
- র্যামঃ ৪ জিবি
- রমঃ ৬৪ জিবি
- দামঃ ১৪,৯৯০ টাকা
এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে 90 Hz রিফ্রেশ রেট। এই বাজেটের মাঝে এটি সেরা একটি ফিচার। আপনি এই ফোনটি খুবই স্মুদলি ব্যবহার করতে পারবেন। এই ফোনটি আগস্ট ২০২২ এ বাজারে আসে। আর এর সেলফি ক্যামেরা অনেক ভালো।
Symphony Helio30
- ডিসপ্লেঃ 6.67\” FHD+ 2400×1080 Pixels
- প্রসেসরঃ Mediatek Helio P70
- অপারেটিং সিস্টেমঃ Android 11
- রিয়ার ক্যামেরাঃ কোয়াড সেট আপ ১০৮ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার
- র্যামঃ ৬ জিবি
- রমঃ ১২৮ জিবি
- দামঃ ১৪,৯৯০ টাকা
আপনি হয়তো সিম্ফনির নাম শুনেই নাক সিটকাতে পারেন। কিন্তু আমি আপনাকে বলব ১৫ হাজারের মাঝে অন্যতম সেরা একটি ফোন হচ্ছে এই হ্যান্ডসেটটি। আপনি একবার এই হ্যান্ডসেটটির ফিচারগুলো দেখুন। ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। আর সবচেয়ে ভাল বিষয় হচ্ছে এই টাকার মাঝে আপনি ৬জিবি/১২৮জিবি পাচ্ছেন। আর এর অপারেটিং সিস্টেমও মিডিয়াটেক এর। আপনি এই ফোনটি নির্দ্বিধায় নিতে পারেন। কম দামে ভালো ফোনের ক্ষেত্রে এই হ্যান্ডসেটটি নিশ্চয়ই অনেকটাই এগিয়ে থাকবে।
Infinix Hot 10s 6GB/128GB
- ডিসপ্লেঃ 6.82\” IPS LCD, 90Hz
- প্রসেসরঃ MediaTek Helio G85 (12nm)
- অপারেটিং সিস্টেমঃ Android 11, XOS 7.6
- রিয়ার ক্যামেরাঃ ট্রিপল সেট আপ ( ৪৮,২,২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০ এমএএইচ লিথিয়াম পলিমার
- র্যামঃ ৬ জিবি
- রমঃ ১২৮ জিবি
- দামঃ ১৪,৯৯০ টাকা
আমার করা এল লিস্টের সর্বশেষ হ্যান্ডসেট টি হচ্ছে ইনফিনিক্স এর এই মডেলটি। এই হ্যান্ডসেটটিতেও আপনি পাচ্ছেন ৬জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্ট যা এই বাজেটের মাঝে Symohony Helio30 ছাড়া আর কোথাও নেই। আর এর ব্যাটারি ব্যাকআপ ৬০০০ এমএইচ যা হিউজ। এই হ্যান্ডসেটটিতেও আপনি পাবেন 90 Hz রিফ্রেশ রেট। এই হ্যান্ডসেটে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি গেম খেলার জন্য অনেক ভালো একটি প্রসেসর। আপনি যদি প্রফেশনাল গেমার হন তাহলে এই সেটটি নির্দ্বিধায় নিতে পারেন।
আমরা কম দামে ভালো ফোন গুলো বিস্তারিত দেখে নিলাম। এই যে ৭টি ফোন আমি বাছাই করলাম এগুলো আপনার জন্য ১৫০০০ টাকার মাঝে সেরা ফোন।
তো আপনি কোন ফোনটি কিনলেন তা আমাদের অবশ্যই জানাবেন।