জিমেইল আইডি কিভাবে খুলবো | গুগল একাউন্ট খোলার নিয়ম (২০২৩)

জিমেইল আইডি কিভাবে খুলবো

জিমেইল আইডি তো আমরা সবাই ব্যবহার করি। এটি যেন আমাদের জীবনের অন্যতম একটি অংশ হয়ে উঠেছে। তারপরও অনেকেরই একটি প্রশ্ন করে থাকেন, সেটি হচ্ছে জিমেইল আইডি কিভাবে খুলবো? তো আমি আপনাদেরকে বলবো, আপনি নিজেই মাত্র দুই মিনিট সময় ব্যয় করে জিমেইল আইডি খুলতে পারেন। আমি এই আর্টিকেলে জিমেইল আইডি কিভাবে খুলবো তা সুন্দর করে বুঝিয়ে দিব।

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের তো জিমেইল আইডি খুবই দরকারি। কারণ জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আমরা গুগল এর কোন সেবা ই ব্যবহার করতে পারব না। অনেক সময় আমাদের দ্বিতীয় ইমেইল একাউন্ট খুলতে হয়। তো অনেকেই দ্বিধায় পড়ে যান যে জিমেইল আইডি কিভাবে খুলবো। আজকে খুব সহজে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট/গুগল একাউন্ট নিজেই একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে খুলতে পারেন তাই আলোচনা করব।

ইমেইল/জিমেইল আইডি কি?

ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। এর মাধ্যমে আমরা কাউকে মেসেজ পাঠানো এবং আরো অনেক প্রফেশনাল কাজ করে থাকি। এই বিশ্বে অনেক ইমেইল চালু আছে। বিভিন্ন কোম্পানি ইমেইল সার্ভিস প্রদান করে থাকে।  জিমেইল হচ্ছে এক ধরনের ইমেইল, যা গুগল প্রদান করে থাকে। জিমেইল কে গুগল একাউন্ট ও বলা হয়। তো এরকম অনেক ইমেইল রয়েছে যেমন আউটলুক (@outlook), ইয়াহো (@yahoo) ইত্যাদি।

আপনাদের ইচ্ছামত বিভিন্ন কোম্পানির ইমেইল সার্ভিস ব্যবহার করতে পারেন। ইমেইল আইডিতে একটি বিশেষ চিহ্ন (@) ব্যাবহার করা হয় যেটি থেকে আপনি বুঝতে পারবেন এটি একটি ইমেল আইডি। একটি ইমেইল আইডির দুইটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে ইউজার নেম এটি আপনি আপনার ইচ্ছামত নিতে পারবেন আর দ্বিতীয় অংশটি হচ্ছে কোম্পানি প্রদত্ত। ওই অংশটি আপনি পরিবর্তন করতে পারবেন না। আর মাঝখানে একটি বিশেষ চিহ্ন (@) থাকে।

একটি উদাহরণ বিবেচনা করা যাক। tricksvibe.com@gmail.com. এখানে প্রথম অংশটি হচ্ছে tricksvibe.com. এটি আমার ইউজার নেম। এই ইউজার নেমটি আমি আমার পছন্দমত নিয়েছি। এর শেষের অংশে gmail.com রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে এটি জিমেইল একাউন্ট। আর জিমেইল গুগলেরই অংশ।

ঠিক তেমনি মাইক্রোসফট এর ইমেইল tricksvibe.com@outlook.com, ইয়াহু এর ইমেইল একাউন্ট tricksvibe@yahoo.com এইরকম হয়ে থাকে। এই ইমেইল সার্ভিস গুলো বহুল প্রচলিত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কোন স্বীকৃত ওয়েবসাইট ও ইমেইল সার্ভিস প্রদান করে। যেমনঃ ……@bau.edu.bd, ইত্যাদি।

জিমেইল আইডি কেন ব্যবহার করব

জিমেইল আইডি কিভাবে খুলবো এর উত্তর জানার আগে ছোট করে জেনে নেই আপনি কেন জিমেইল আইডি ব্যবহার করবেন। আমরা যে স্মার্টফোন ব্যবহার করি সেগুলো অ্যান্ড্রয়েড ফোন। এন্ড্রয়েড হচ্ছে গুগলের ই একটি অংশ।

আর এন্ড্রয়েড ফোন ব্যবহার করার সাথে সাথে আমরা অনেক অ্যাপস, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করি। তো এইসব অ্যাপস ব্যবহার করার জন্য আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই দরকার। জিমেইল অ্যাকাউন্ট না থাকলে আমরা এইসব অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবোনা। এটা একটা প্রধান কারণ জিমেইল ব্যবহার করার। আমরা কি কি কাজে গুগল একাউন্ট ব্যবহার করি তা তা জেনে নেই

  1. গুগল এর কোন সুবিধা নিতে গেলে আমাদের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেই হবে।
  2. আমরা প্রফেশনাল কাজে আমাদের জিমেইল ব্যবহার করতে পারি।
  3. আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার একটি ইমেইল/জিমেইল অ্যাকাউন্ট লাগবে।

এরকম আরো হাজারো অসুবিধা রয়েছে ইমেইল/জিমেইল আইডি ব্যবহার করার।

আরও পড়ুন:

জিমেইল আইডি কিভাবে খুলবো | গুগল একাউন্ট খোলার নিয়ম

আমি আপনাকে আগেই বলেছি যে মাত্র দুই মিনিট সময় ব্যয় করে আপনি জিমেইল আইডি খুলতে পারেন।  আপনাকে কারো কাছে দৌড়াতে হবে না এই ছোট একটি কাজের জন্য। আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং পেয়ে যান কিভাবে জিমেইল আইডি খুলবো এর উত্তর:

আপনি দুটি পদ্ধতি অনুসরণ করে একটি জিমেইল আইডি/গুগল একাউন্ট খুলতে পারেন। আপনি ফোনের সেটিংস এ গিয়ে অথবা সরাসরি কোন ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারেন। যদি সেটিংসে যান তাহলে প্রথমে  Settings এ যাবেন তারপর Accounts এ যাবেন। এখানে +Add Account নামের একটি অপশন পাবেন। এখানে ক্লিক করে Google একাউন্ট সিলেক্ট করবেন।

আর যদি সরাসরি কোন ব্রাউজার ব্যবহার করেন, তাহলে google.com/accounts এ যান। আপনি এই ওয়েব পেজের একদম নিচে চলে যান। এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এক নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করুন। এরপর আপনি একটি পেজ দেখতে পাবেন সেখানে একটি অপশন পাবেন এরকম Add accounts to this device. এখানে ক্লিক করুন।

পরবর্তী পদক্ষেপ গুলো সব একই। এখন আপনাকে ফোনের সিকিউরিটি কি দিয়ে ভেরিফাই করতে হবে এবং আপনি একটি পেজ দেখতে পাবেন। এখন নিচের স্টেপ সমূহ ফলো করুন:

স্টেপ ১:

create account অপশন এ ক্লিক করুন।ইমেইল আইডি কিভাবে খুলবো

স্টেপ ২:

এখন আপনি দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে For myself আরেকটি হচ্ছে To manage my business. আপনি আপনার সুবিধামত একটি অপশন সিলেক্ট করুন।গুগল একাউন্ট খোলার নিয়ম

স্টেপ ৩:

এরপর আপনার নাম (ফার্স্ট নেম এবং লাস্ট নেম) ঠিকভাবে লিখুন এবং Next এ ক্লিক করুন।গুগল একাউন্ট খোলার নিয়ম

স্টেপ ৪:

এরপর আরেকটি পেজ আসবে, সেখানে আপনার জন্ম তারিখ এবং জেন্ডার পূরণ করুন এবং Next এ ক্লিক করুন।জিমেইল নিউ একাউন্ট

স্টেপ ৫:

এখন একটি পেজ ওপেন হবে এবং সেই পেজটিতে আপনার ইমেইল এড্রেসটি কিরকম হবে তা গুগল থেকে সাজেস্ট করবে। আপনি চাইলে ওইটা ব্যবহার করতে পারেন অথবা আপনি নিজের মতো করে নিতে পারেন। নিজের মতো করে ইউজারনেম নিতে চাইলে Create your own Gmail address এ ক্লিক করুন এবং আপনার পছন্দমত ইউজারনেম লিখুন এবং নেক্সট এ ক্লিক করুন। যদি আপনার ইউজার নেমটি ইউনিক হয় তাহলে আপনি এই ইউজার নেম টি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে গুগল আপনাকে এই ইউজার নেমটি ব্যবহার করার অনুমতি দিবে না এবং আপনি সামনে পিছনে কিছু ওয়ার্ড বা সংখ্যা যোগ করে আপনার পছন্দমত ইউজার নেম নিতে পারেন।জিমেইল একাউন্ট লগইন

স্টেপ ৬:

ইমেইল এড্রেস ঠিক করার পর আরেকটি পেজ আসবে, সেটিতে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ঠিক করুন এবং লিখুন। মনে রাখবেন পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জিমেইল/গুগল একাউন্টের জন্য।জিমেইল আইডি লগইন

স্টেপ ৭:

এরপর একটি পেজ আসবে সেখানে আপনাকে মোবাইল ফোন ভেরিফাই করতে বলবে। আপনি চাইলে মোবাইল ফোন ভেরিফাই করতে ও পারেন অথবা নাও করতে পারেন। মোবাইল ফোন ভেরিফাই করতে চাইলে Next এ ক্লিক করে মোবাইল ফোন ভেরিফাই করুন, না চাইলে Skip এ ক্লিক করুন।নতুন জিমেইল একাউন্ট

স্টেপ ৮:

একদম শেষে আরেকটি পেজ আসবে সেখানে আপনাকে বলবে যে আপনার ইমেল একাউন্টে তৈরি হয়ে গেছে এবং আপনি ব্যবহার করতে পারবেন। এই পেজের একদম নিচে ডান দিকের কর্নারে Next অপশনটাতে ক্লিক করুন।মোবাইলে ইমেইল আইডি খোলার নিয়ম

স্টেপ ৯:

এখন আপনি এমন একটা পেজ দেখতে পাবেন যেখানে অনেক কিছু লেখা রয়েছে। এই পেজটি আসলে টার্মস এন্ড কন্ডিশন পেজ। এখানে আপনাকে গুগল একাউন্ট ব্যবহার করার বিভিন্ন নিয়ম এবং কিছু শর্ত সম্পর্কে অবহিত করবে। আপনি একদম এই পেজের শেষে চলে যান। I agree অপশনটিতে ক্লিক করুন।নতুন একাউন্ট তৈরী

এই তো আপনার কাজ হয়ে গেছে। এইতো আপনি খুব সহজেই নিজের এন্ড্রয়েড ফোন দিয়ে গুগল একাউন্ট খুলে ফেললেন। উপরোক্ত স্টেপ গুলো অনুসরণ করে সহজেই মাত্র দুই মিনিটেই আপনি একটি জিমেইল আইডি/গুগল একাউন্ট খুলতে পারেন। এজন্য আপনাকে আর কারো কাছে জিমেইল আইডি কিভাবে খুলবো এ প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে না।

জিমেইল আইডি খোলার ক্ষেত্রে একটি জিনিস কঠোরভাবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে পাসওয়ার্ড যাতে অন্য কেউ না জানে।আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং এটি অন্য কাউকে বলবেন না।

যদি অন্য কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায় তাহলে আপনার এই জিমেইল আইডি আপনার নিয়ন্ত্রণে আর থাকবে না। আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে।

যদি মনে করেন আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে তাহলে দ্রুত জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। আপনার একাউন্টি সুরক্ষিত থাকবে।

জিমেইল আইডি খোলা সম্পর্কিত আরো জিজ্ঞাসা

মাত্রই তো গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নিলেন। এখন তাহলে গুগল একাউন্ট/জিমেইল একাউন্ট খোলা সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর জেনে নেয়া যাকঃ

প্রশ্নঃ মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে কি কোন সমস্যা হবে?

উত্তরঃ না। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে আপনার ইমেইল একাউন্ট আরোও বেশি সুরক্ষিত থাকবে।

আপনি খুব সহজেই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে পারেন। মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য উপরে দেখানো পেজটিতে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে এবং ওই কোডটি তখন ওই ওয়েব পেজের প্রদর্শিত বক্সটিতে বসিয়ে দিবেন। তাহলে হয়ে গেল মোবাইল নাম্বার ভেরিফিকেশন।

আমি আপনাকে সাজেস্ট করব মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেওয়ার জন্য।

প্রশ্নঃ আমি জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছি। এখন কি করব?

উত্তরঃ আপনি খুব সহজেই আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারেন। জিমেইল পাসওয়ার্ড রিকভার করা জিমেইল অ্যাকাউন্ট খোলার মতই সহজ।

প্রশ্নঃ আমি কি একই মোবাইলে দুটি জিমেইল আইডি ব্যবহার করতে পারব?

উত্তরঃ আপনি চাইলে অনেকগুলো জিমেইল আইডি একই মোবাইলে ব্যবহার করতে পারবেন। আবার একই জিমেইল আইডি দুইটি মোবাইলে ব্যবহার করতে পারবেন।

এই আর্টিকেল এ জিমেইল আইডি/গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত বলেছি। আপনারা চাইলে খুব সহজেই উপরোক্ত স্টেপ গুলো ফলো করে নিজেই নিজেদের এন্ড্রয়েড মোবাইলে একটি জিমেইল একাউন্ট খুলে ফেলতে পারেন।

তাহলে আপনাদের আর জিমেইল আইডি কিভাবে খুলবো এই প্রশ্নটি নিয়ে আর কোন চিন্তা ও রইল না আর এর জন্য কারো কাছে দৌড়াতে ও হবে না। আর আপনি যদি জিমেইল একাউন্ট খোলার নিয়ম ভুলে গিয়ে থাকেন তাহলে একবার চোখ বুলালে ই আপনি কিভাবে জিমেইল জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবো এর উত্তর সহজেই পেয়ে যাবেন।

তো আশা করি লেখাটি আপনার কাজে আসবে। আপনার দিনটি শুভ হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *