জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করব কীভাবে | জিমেইল একাউন্ট রিকভারি (২০২৩)

কিভাবে-জিমেইল-পাসওয়ার্ড-চেঞ্জ-করবেন

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা অথবা “আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত?” এইটা হয়তো আপনার মাথা ব্যাথার কারণ হতে পারে। কিন্তু আমি আপনাকে হলফ করে বলতে পারি যে এইটা ভয় পাওয়ার মত কিছুই না। জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই সহজ এবং অল্প সময়ে করা যায় এমন একটি কাজ।

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার অনেক কারণ থাকতে পারে। আবার অনেক বিশেষজ্ঞরা মনে করেন ৫ থেকে ৭ দিন পর পর যেকোনো পাসওয়ার্ড ই চেঞ্জ করা উচিত।  এতে হ্যাকারদের আক্রমণের আশঙ্কা অনেক কমে যায়।

জিমেইল পাসওয়ার্ড তখনই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যখন আমাদের গুগল একাউন্ট অন্য কোথাও লগইন করার দরকার হয়। পাসওয়ার্ড ভুলে যাওয়া তো একটি স্বাভাবিক বিষয়। “আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ছিল?” এই প্রশ্নটি যেন একটি সাধারণ বিষয়।

আমি আজকে আপনাকে এই আর্টিকেলে সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনি নিজেই আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর আপনাকে আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ছিল এই নিয়ে চিন্তা করতে হবে না।

কেন জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন

জিমেইল একাউন্ট ই হচ্ছে গুগল একাউন্ট। আর আপনি তো জানেনই যে গুগল একাউন্ট এর মাধ্যমে আমরা এন্ড্রয়েডের সব পরিষেবা ব্যবহার করি। আর এখনকার এই যুগে জিমেইল আইডি ছাড়া চলা সম্ভব জিমেইল আইডি যেন আমাদের অক্সিজেনের মত হয়ে উঠেছে।

এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এটি নিয়ে শঙ্কা ও বেশি হওয়া উচিত। ধরুন আপনি গুগল একাউন্ট খুলেছেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা গুগল একাউন্ট হ্যাক হয়ে গেল। এতে আপনার সমস্ত ইনফরমেশন হারিয়ে যেতে পারে।

আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল ড্রাইভে রাখা ফাইলস, ইউটিউব একাউন্ট, আপনি যদি মোবাইলে টাকা ইনকাম করেন তাহলে তার সমস্ত তথ্য চুরি হয়ে যেতে পারে।  এটি আপনার জন্য একটি চরম ক্ষতির কারণ হতে পারে।

তাহলে চলুন জেনে নেই কেন আপনি জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন:

  • আপনি পাসওয়ার্ড টি ভুলে যেতে পারেন।
  • আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে গেলে পাসওয়ার্ডটি দ্রুত চেঞ্জ করতে হবে।
  • আপনার আপনার পাসওয়ার্ডটি কোন ভাবে লিকড হয়ে গেলে।
  • আপনি ভুল করে পাসওয়ার্ডটি কোথাও লিখে ফেললে।
  • আপনার নিরাপত্তা জনিত কারণে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন।

নতুন পাসওয়ার্ড বাছাই এর ক্ষেত্রে করণীয়

একটি নতুন পাসওয়ার্ড বাছাই এর ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয়ের দিকে ভালো করে নজর দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে পাসওয়ার্ড হচ্ছে এমন একটি জিনিস যা আপনাকে যেমন সুরক্ষিত রাখবে অপরদিকে আপনাকে অনেক ক্ষতির মুখেও ফেলতে পারে।

যে কাজগুলো করবেন না

প্রথমেই জেনে নিই পাসওয়ার্ড বাছাই এর ক্ষেত্রে যে কাজগুলো করবেন না:

  • পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বার কখনো দিবেন না।
  • সহজ কোনো কিছু পাসওয়ার্ড হিসেবে দিবেন না। যেমন 123456 অথবা password1234 এইরকম।
  • আপনি কোন জিনিস পছন্দ করেন বা আপনার প্রিয় কোন মানুষের, পোষা প্রাণীর নাম পাসওয়ার্ড হিসেবে বাছাই করবেন না।
  • পাসওয়ার্ড হিসেবে এমন কিছু বাছাই করবেন না যেগুলো অন্য কেউ সহজে জেনে যেতে পারে অথবা জানে। যেমন: আপনার জন্ম তারিখ, আপনার কোম্পানির নাম, আপনার বাসার ঠিকানা ইত্যাদি।

উপরোক্ত কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ আপনার প্রিয় মানুষের নাম, আপনার মোবাইল নম্বর, পোষা প্রাণীর নাম এইসব তো পাবলিক বিষয়। এভাবে আপনার পাসওয়ার্ড খুব সহজেই অন্য কেউ জেনে ফেলতে পারে।

তাহলে এখন জেনে নিই পাসওয়ার্ড বাছাই এর ক্ষেত্রে কিছু এক্সক্লুসিভ আইডিয়া।

একটি ইউনিক পাসওয়ার্ড বাছাই করুন

আপনাকে আগেই বললাম যে পাসওয়ার্ড এর ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। আর এই ক্ষেত্রে একটি ইউনিক পাসওয়ার্ড আপনাকে অনেক সুরক্ষা দিতে পারে।

ইউনিক পাসওয়ার্ড বলতে আপনি কি বুঝেন? ইউনিক পাসওয়ার্ড বলতে এমন একটা পাসওয়ার্ড যা আপনি ছাড়া অন্য কারও পক্ষে জানা অসম্ভব। এই ধরনের কিছু চিন্তা করুন।

একটি শক্তিশালী পাসওয়ার্ড বাছাই করুন

শক্তিশালী পাসওয়ার্ড বলতে এমন কি পাসওয়ার্ড কে বুঝায় যেখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, এবং কিছু বিশেষ চিহ্ন এর কম্বিনেশনে একটি পাসওয়ার্ড হবে। যেমন: jxFd28GFsc#h@9JH

আপনিও এই ধরনের কিছু পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে এই নিয়মটি অবশ্যই ফলো করবেন। কারন এক্ষেত্রে আপনার একাউন্ট টি হ্যাক করা অনেকটাই কষ্ট হয়ে দাঁড়াবে হ্যাকারদের জন্য।

আরও পড়ুন:

আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত | জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করুন

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত। মনে করেন আপনি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা পাসওয়ার্ড টি অন্য কেউ জেনে গেছে। আপনি এখন জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন।

বা আপনার মোবাইল হারিয়ে গেছে এবং আপনি পাসওয়ার্ড টি ও ভুলে গেছেন। কিন্তু গুগল একাউন্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি গুগল একাউন্ট টি রিকভার করতে চাচ্ছেন।

এখন আমি বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দিব কখন কিভাবে কি করতে হবে।

প্রথমে আসি আপনি গুগল একাউন্ট টির পাসওয়ার্ড জানেন এবং নিরাপত্তা জনিত কারণে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেনঃ

স্টেপ ১:

প্রথমে আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে যান। ব্রাউজার এর এড্রেস বারে myaccount.google.com লিখুন এবং webpage এ  যান।

স্টেপ ২:

এখন যদি ওই ব্রাউজারে আপনার ইমেইল একাউন্ট টি লগইন করা থাকে না থাকে তাহলে যে পেজ টি আসবে সেখানে Go to Google account পাবেন। এখানে ক্লিক করেন জিমেইল একাউন্ট টি সাইন ইন করে নিবেন। আর যদি ওই ইমেইল একাউন্টটি লগইন করাই তাহলে নিচের মত একটি ওয়েব পেজ আসবে। Personal info অপশনটিতে ক্লিক করুন।গুগল-পাসওয়ার্ড-চেঞ্জ

স্টেপ ৩:

এখন স্ক্রিনে প্রদর্শিত ওয়েব পেজের একটু নিচের দিকে স্ক্রল করুন। তাহলে Password অপশনটি পাবেন। এখানে ক্লিক করুন।জিমেইল-পাসওয়ার্ড-চেঞ্জ

স্টেপ ৪:

এই পেজে আপনি একটি বক্স দেখতে পাবেন।এখানে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। এখানে আপনি আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ডটি দিন এবং Next এ ক্লিক করুন।আমার-পাসওয়ার্ড-ভুলে-গেছি

স্টেপ ৫:

এখন আপনি একটি পেজে দুটি বক্স দেখতে পাবেন। দুটি বক্সেই আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি লিখবেন এবং নিচে Change password এ ক্লিক করুন।আমার-পাসওয়ার্ড-কত

আপনার কাজ শেষ। আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন।

তো আশা করি এরকম সমস্যা সমস্যায় পড়লে এই ট্রিক্স টি ফলো করে দ্রুত সমাধান করে ফেলুন।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি। এবার কি করব

আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত?” এই প্রশ্নটি যেন আপনার মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ  আপনার ওই জিমেইল একাউন্টটি দিয়ে অন্য কোথাও লগইন করতে হবে। এবং পাসওয়ার্ডটি আপনার মনে নেই। তো আপনি কি করবেন?

এখন তো আপনাকে আপনার ইমেইল একাউন্ট এর  পাসওয়ার্ড টি অবশ্যই দরকার হবে। আপনি নিশ্চয়ই খুব হতাশ হবেন যে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবো কিভাবে। চলুন দেখে নিই এ অবস্থায় জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে:

স্টেপ ১:

প্রথমে আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে যান। ব্রাউজার এর এড্রেস বারে myaccount.google.com লিখুন এবং webpage টিতে  যান।

স্টেপ ২:

এখন যদি ওই ব্রাউজারে আপনার ইমেইল একাউন্ট টি লগইন করা থাকে না থাকে তাহলে যে পেজ টি আসবে সেখানে Go to Google account পাবেন। এখানে ক্লিক করেন জিমেইল একাউন্ট টি সাইন ইন করে নিবেন। আর যদি ওই ইমেইল একাউন্টটি লগইন করাই তাহলে নিচের মত একটি ওয়েব পেজ আসবে। Personal info অপশনটিতে ক্লিক করুন।গুগল-পাসওয়ার্ড-চেঞ্জ

স্টেপ ৩:

এখন স্ক্রিনে প্রদর্শিত ওয়েব পেজের একটু নিচের দিকে স্ক্রল করুন। তাহলে Password অপশনটি পাবেন। এখানে ক্লিক করুন।জিমেইল-পাসওয়ার্ড-চেঞ্জ

স্টেপ ৪:

এখন Forget Password? অপশনটাতে ক্লিক করুন।আমার-গুগল-একাউন্টের-পাসওয়ার্ড-কত

স্টেপ ৫:

এখন আপনি একটি Try another way অপশন পাবেন। এখানে ক্লিক করুন।আমার-জিমেইল-পাসওয়ার্ড-কি

স্টেপ ৬:

যেহেতু আপনার ইমেইলটি আপনার ফোনে লগইন করাই আছে তাই আপনি দুটি বক্স দেখতে পাবেন নতুন পাসওয়ার্ড দেয়ার জন্য। এখন আপনি আগেই ঠিক করে রাখা পাসওয়ার্ডটি লিখে ফেলুন এবং Next এ ক্লিক করুন।আমার-পাসওয়ার্ড-কত

ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এভাবে আপনি আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এবং “জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি” এই নিয়ে আর কোন চিন্তা করতে হবে না। কারণ আপনি এখন পাসওয়ার্ড টি জানেন।

গুগল একাউন্ট রিকভারি

আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত ছিল মনে নেই এবং আমার মোবাইল টি হারিয়ে গেছে। এখন কি করব?

এই ধরনের ঘটনা তো খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছুই নেই। গুগল নিজেই আপনাকে সাহায্য করবে।

আপনার ওই একাউন্টে আপনার সমস্ত কিছু রয়েছে। একাউন্টে রিকভার করতে না পারলে আপনার অনেক তথ্য পাবেন না, যেমন: কন্টাক্ট নাম্বার, গুগল ড্রাইভে ব্যাকআপ দেওয়া কিছু স্পেশাল ছবি অথবা ভিডিও। এছাড়া অনেক গোপন কিছু ও থাকতে পারে।

আপনাকে ওই একাউন্ট টি অবশ্যই রিকভার করতেই হবে। আপনার জন্য খুশির খবর হচ্ছে যে গুগল আপনাকে এই সুবিধা দিচ্ছে যে আপনি আপনার গুগল একাউন্ট রিকভারি করতে পারবেন খুব সহজেই।

এক্ষেত্রে প্রথমেই বলে নেই যে আপনাকে আপনি যে ইমেইল একাউন্ট ব্যবহার করছেন সেটাতে মোবাইল নাম্বার এবং রিকভারি ইমেইল এড করা থাকতে হবে।

তাহলে খুব দ্রুতই আপনি আপনার জিমেইল একাউন্টটি পুনরুদ্ধার করতে পারবেন অন্যথায় খুব কষ্ট হবে অথবা না ও হতে পারে।

মনে করেন আপনার জিমেইল একাউন্টটিতে মোবাইল নাম্বার এবং রিকভার ইমেইল এড করা আছে। এখন আপনি কিভাবে আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা গুগল একাউন্ট রিকভারি করবেন তা জেনে নিই:

স্টেপ ১:

প্রথমে কোন একটি ফোনে জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করার পেজটি ওপেন করুন। এখন আপনার ইমেইলটি লিখুন। Next এ ক্লিক করুন।গুগল-একাউন্ট-রিকভারি

স্টেপ ২:

Forget password? এ ক্লিক করুন।রিকভারি-জিমেইল-একাউন্ট

স্টেপ ৩:

এরপর আপনাকে নিচের মত একটি পেজ দেখাবে। Try another way এ ক্লিক করুন।রিকভারি-জিমেইল-পাসওয়ার্ড

স্টেপ ৪:

ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে রিকভারি ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার এর ইনফরমেশন আছে। রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বারে আপনাকে ৬ ডিজিটের একটি কোড পাঠানো হবে। আপনি যেকোনো একটি অপশন সিলেক্ট করবেন।

স্টেপ ৫:

আপনি যদি ফোন নম্বর সিলেক্ট করেন তাহলে দুইটি অপশন পাবেন কোড পাওয়ার জন্য। একটি হচ্ছে টেক্সট আরেকটি কল। আপনি কল সিলেক্ট করলে আপনার ফোনে কলে অথবা টেক্সট সিলেক্ট করলে আপনার ফোনে মেসেজে কোড আসবে।আমার-ইমেইল-পাসওয়ার্ড-কি

স্টেপ ৬:

এরপর পরবর্তী পেইজে একটি বক্স দেখা যাবে এবং বক্সে ছয় ডিজিটের একটি কোড ফিলাপ করতে বলবে কোডটি ফিল আপ করুন। এখন Next এ ক্লিক করুন।আমার-গুগল-একাউন্টের-পাসওয়ার্ড-ভুলে-গেছি

স্টেপ ৭:

পরবর্তী পেজে আপনি দুটি বক্স দেখতে পাবেন। দুটি বক্সে আপনি বাছাই করা নতুন পাসওয়ার্ডটি লিখুন এবং Change password এ ক্লিক করুন।আমার-পাসওয়ার্ড-কত

স্টেপ ৮:

এখন আপনি আরেকটি পেজ দেখতে পাবেন। I agree এ ক্লিক করুন।আমার-গুগোল-এর-পাসওয়ার্ড-কত

এভাবে আপনি আপনার গুগল একাউন্ট টি রিকভার করতে পারেন।

আশা করি এই আর্টিকেলটি পড়ার পর “আমার গুগল  একাউন্টের পাসওয়ার্ড কত?” “জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি। এখন কি করব?” “কিভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করব?” এইসব প্রশ্ন আপনাকে আর দুশ্চিন্তার মাঝে ফেলতে পারবে না। আপনি নিজেই খুব সহজেই এইসব সমস্যা থেকে উতরে যেতে পারবেন।

পরিশেষে আপনাকে বলতে চাই এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনি আপনার সমস্যা চিহ্নিত করে নিজেই নিজের সমস্যার সমাধান করুন।

জিমেইল পাসওয়ার্ড সম্পর্কিত আরো জিজ্ঞাসা

প্রশ্নঃ জিমেইল একাউন্টের ক্ষেত্রে রিকভারি মোবাইল ফোন এবং ইমেইল দেওয়া উচিত কিনা?

উত্তরঃ অবশ্যই উচিত। আমি আপনাকে একশ বার বলবো যে জিমেইল একাউন্টের সিকিউরিটির জন্য আপনি রিকভারি মোবাইল এবং ইমেইল অবশ্যই দিবেন।

প্রশ্নঃ কেউ আমার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে আমি কি একাউন্ট টি রিকভার করতে পারব?

উত্তরঃ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে রিকভারি মোবাইল অথবা ইমেইল। আপনি যদি আপনার গুগল একাউন্টে রিকভারি ইমেইল অথবা মোবাইল নাম্বার সেট করেন তাহলে আপনি খুব সহজেই আপনার একাউন্টটি রিকভার করতে পারবেন।

প্রশ্নঃ জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষার আর কি কোন ব্যবস্থা রয়েছে?

উত্তরঃ হ্যাঁ, রয়েছে। গুগল তার গ্রাহকদের নিরাপত্তার নিয়ে অনেক বেশি চিন্তিত। আপনি আপনার গুগল একাউন্টে যাওয়ার পর Security তে ক্লিক করবেন এবং একটি অপশন পাবেন সেটি হচ্ছে 2-Step Verification. এই 2-Step Verification অন করার মাধ্যমে আপনি আপনার একাউন্ট সুরক্ষিত করতে পারেন।

2-Step Verification অন করলে পরবর্তীতে আপনি যদি কোথাও লগইন করতে যান তাহলে জিমেইল পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনাকে কোন মাধ্যমে জানানো হবে এবং আপনি সম্মতি দিলেই কেবল লগইন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *