ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি | ফেসবুক পাসওয়ার্ড ফিরে পেতে করণীয় (২০২৩)

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি

ফেসবুক তো আমরা সবাই ই ব্যবহার করি। তবে একটি বড় সমস্যা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি কিংবা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবো কিভাবে এই নিয়ে আমাদের অনেক খর-কাঠ পোহাতে হয়। অনেক সময় দেখা যায় আমরা না জেনে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে অথবা অন্য কাউকে দিয়ে পাসওয়ার্ড ঠিক করাতে গিয়ে নিজের ফেসবুক একাউন্টের প্রাইভেসি নষ্ট করে ফেলি।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি” এই অবস্থায় কি করবেন? আজকে আমরা দেখব ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তাহলে চলুন তাহলে শুরু করা যাক।

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার আগে চলুন কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নেই। আমরা সাধারণত ফেসবুক খোলার সময় নিজেদের মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি ব্যবহার করে খুলে থাকি। তখনই আপনাকে একটি পাসওয়ার্ড সেট করার সুযোগ দেয়। তো তখন আপনি ওই ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুইটি জিনিস নিয়ে আপনি আপনার একাউন্টে লগইন করতে পারেন। উল্লেখ্য, আমরা আমাদের ফেসবুক একাউন্টের সিকিউরিটির জন্য ফোন নাম্বার এবং ইমেইল আইডি দুইটি ই ভেরিফাই করে রাখি।

প্রায় সময়ই দেখা যায় পাসওয়ার্ড ভুলে গেলেও তেমন সমস্যা হয় না। কারণ আপনার ফোনে একাউন্ট লগইন করাই থাকে। যখন ভুলবশত লগ আউট হয়ে গেলে কিংবা অন্য কোথাও লগইন করা লাগে তখন পাসওয়ার্ডটি দরকার হয়। তখনই পাসওয়ার্ডটি আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর তখনই ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে।

আশা করি এই আর্টিকেলটি পড়ার পর ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এই নিয়ে আর আপনাকে দুশ্চিন্তা করতে হবে না।

পাসওয়ার্ড পরিবর্তন সম্পর্কিত কিছু নির্দেশনা

এখানে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ সম্পর্কে বলা হচ্ছে। তাই যখন নতুন পাসওয়ার্ড সেট করবেন তখন কিছু বিষয় ভালো করে ফলো করবেনঃ

  • পাসওয়ার্ড হিসেবে কঠিন কিছু দেওয়ার চেষ্টা করবেন যা সহজে অন্য কারো মাথায় আসবে না।
  • বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষরের সমন্বয়ে একটি পাসওয়ার্ড ঠিক করবেন।
  • আপনি যে ইমেইল অথবা মোবাইল নাম্বার অনেক কম ব্যবহার করেন সেটি ব্যবহার করে ফেসবুক আইডি খুললে আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

যে কাজগুলো এড়িয়ে চলবেন

পাসওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যদি অন্য কেউ আপনার পাসওয়ার্ড জেনে ফেলে তাহলে আপনার আইডি সহজেই অন্য কেউ ব্যবহার করতে পারবে। তাই আইডি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার সময় যে জিনিসগুলো করবেন না তা এক নজরে দেখে নিনঃ

  • আপনার যে বিষয় সম্পর্কে সবাই জানে তা পাসওয়ার্ড হিসেবে একদমই বাছাই করবেন না। যেমনঃ আপনার নাম, আপনার বাসার ঠিকানা, আপনার অফিসের নাম ইত্যাদি। 
  • পাসওয়ার্ড হিসেবে কখনোই মোবাইল নাম্বার ব্যবহার করবেন না। যদিও এটি মনে রাখা অনেক সহজ কিন্তু আপনার ই বিপদ বাড়বে।
  • পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি | কি করব এখন

পাসওয়ার্ড ভুলে যাওয়া তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। এটা নিয়ে বেশি চিন্তা না করে দ্রুত ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন।

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা যাক। যেমনঃ আপনার ফেসবুক একাউন্টটি আপনার ফোনেই লগইন করা আছে এবং আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। তাছাড়া এমন হতে পারে যে আপনি মোবাইল দিয়ে হারিয়ে ফেলেছেন এবং পাসওয়ার্ড ভুলে গেছেন। আমি এই দুই ক্ষেত্রেই দেখব কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তাহলে আপনাকে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এ নিয়ে আর কারো কাছে যেতে হবে না বা আপনার সাধের একাউন্টটি নষ্ট হবে না।

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

মনে করেন, আপনার একাউন্টটি আপনার মোবাইল ফোনে লগইন করাই আছে এবং আপনি পাসওয়ার্ডটি আর মনে করতে পারছেন না। এই অবস্থায় আপনি কিভাবে পাসওয়ার্ডটি রিকভার করবেন? চলুন তাহলে দেখে নেই আপনি কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেনঃ

স্টেপ ১:

প্রথমে আপনি আপনার মোবাইলে ইন্সটল করা ফেসবুক অ্যাপ এ যান অথবা ব্রাউজারে যান যেখানে আপনার একাউন্টটি লগইন করা আছে।

স্টেপ ২:

উপরের ডান দিকের কর্ণারে তিনটি সমান্তরাল রেখা আছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে Settings & privacy অপশন পাবেন এখানে ক্লিক করুন। এরপর Settings এ ক্লিক করুন।আমার-ফেসবুক-পাসওয়ার্ড-কত

স্টেপ ৩:

আপনি এই পেজে অনেকগুলো অপশন দেখতে পাবেন। Change password অপশনটিতে ক্লিক করুন।সেভ-পাসওয়ার্ড-ফেসবুক

স্টেপ ৪:

আপনি যেহেতু পাসওয়ার্ড জানেন না  তাই নিচের Forgotten password? এ ক্লিক করুন।নাম্বার-দিয়ে-ফেসবুক-পাসওয়ার্ড

স্টেপ ৫:

এখন আপনি আপনার ফেসবুক একাউন্টে যে ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে তা দেখতে পাবেন। আপনাকে একটি কোড পাঠানো হবে। আপনি ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোন একটি সিলেক্ট করুন। এখন Continue এ ক্লিক করুন।ফেসবুক-পাসওয়ার্ড-ভুলে-গেছেন

স্টেপ ৬:

নিচে দেখানো পেজের মত একটি পেজ ওপেন হতে পারে। উপরে দেখানো লেখাটি নিচের বক্সে লিখে সাবমিট করুন।পাসওয়ার্ড-ভুলে-গেছেন-·-সাহায্য-কেন্দ্র

স্টেপ ৭:

এরপর আপনার ফোনে অথবা ইমেইলে কোড চলে আসবে। সেই কোডটি এখানে লিখে Continue এ ক্লিক করুন। যদি আপনার ফোনে অথবা ইমেইলে কোড না আসে তাহলে Didn’t get a code? এ ক্লিক করুন।পুরাতন-পাসওয়ার্ড-দিয়ে-ফেসবুক-লগইন

স্টেপ ৮:

এখন যে পেজটি আসবে সেটিতে নতুন পাসওয়ার্ডটি লিখে Next এ ক্লিক করুন।পাসওয়ার্ড-জানার-উপায়

এইতো খুব সহজেই আপনি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এই নিয়ে আপনাকে কোন চিন্তাও করতে হল না আর কারো কাছে যেতেও হল না। এখানে একটি বিষয় ভাল করে লক্ষ্য করুন। উপরের যে বক্সটিতে আপনি নতুন পাসওয়ার্ডটি লিখেছেন তার নিচের লেখাটি ভালো করে পড়ুন।

এখানে লেখা আছে যে আপনি যেসব ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটি লগইন করেছেন তা থেকে লগ আউট করে ফেলতে চান কিনা। তো আপনি যদি মনে করেন অন্যান্য ডিভাইস থেকে আপনার একাউন্টটি লগ আউট করে ফেলবেন তাহলে এই লেখাটির শুরুতে যে ছোট একটি বক্স আছে সেখানে ক্লিক করুন।

আরও পড়ুন

এক্ষেত্রে আরেকটি বিষয় হতে পারে। মনে করেন, আপনি ভুলবশত আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেছেন এবং পাসওয়ার্ডটি আপনার মনে নেই। এই অবস্থায় আপনি কিভাবে আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন?

এ ক্ষেত্রেও আপনি খুব সহজে আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এ অবস্থায় আপনি কি করবেন তা স্টেপ বাই স্টেপ দেখে নিনঃ

স্টেপ ১:

প্রথমে যে কাজটি করতে হবে আপনি আগের মতোই ফেসবুক অ্যাপ অথবা ব্রাউজারে যান। আপনি যে ফেসবুক আইডি থেকে লগ আউট হয়ে গেছেন সেটি দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন।ফেসবুক-পাসওয়ার্ড-চেঞ্জ

স্টেপ ২:

এখন Forgotten password? এ ক্লিক করুন।নিজের-ফেসবুক-পাসওয়ার্ড-দেখার-উপায়

আপনি এখন আগের মতই আপনার একাউন্টে যে ইমেইল অথবা মোবাইল ফোন ভেরিফাই করা আছে তা দেখতে পাবেন। পরবর্তী স্টেপগুলো সব আগের মতই। আপনি ইমেইল অথবা মোবাইল নাম্বার সিলেক্ট করুন। এখন আপনার মোবাইল ফোনে অথবা ইমেইলে কোড আসবে। এই কোডটি সাবমিট করে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন।

ফেসবুক একাউন্ট রিকভারি

মনে করেন, আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন এবং ফেসবুক আইডিটি কোথাও লগইন করা নেই অথবা আপনার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে। তাহলে আপনি কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনি হয়তো এটা নিয়ে চিন্তা করতে পারেন যে আপনার আইডি নষ্ট হয়ে গেছে অথবা খুব বিপদে পড়ে গেছেন। আপনি মনে মনে এটাও ভাবতে পারেন যে আপনার আইডিটি হয়তো খোয়া গেছে।

আমি বলব এটা নিয়েও দুশ্চিন্তার কিছু নেই। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এই নিয়ে হতাশ হবেন না। যদি আপনার ফেসবুক আইডিতে ইমেইল আইডি এবং মোবাইল ফোন ভেরিফিকেশন করা থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।

আগেই বলে নেই এই কাজটি এখন একটু জটিল হয়ে গেছে। আগে যেমন আপনার মোবাইল ফোন অথবা ইমেইল অথবা আপনার ফেসবুক নাম দিয়ে সার্চ করলে আপনার আইডি চলে আসতো এখন আর আসে না।

এ নিয়ে আবার ভয় পাবেন না আপনি খুব সহজেই আপনার ফেসবুক একাউন্ট রিকভার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটি কপি করতে হবে। এখানে আপনার আরেকজনের সাহায্য নিতে হবে।

কিভাবে আপনি আপনার ফেসবুক একাউন্ট রিকভার করবেন তা স্টেপ আকারে দেখে নিনঃ

স্টেপ ১:

প্রথমে অন্য একটি ফেসবুক আইডি থেকে আপনার ফেসবুক আইডির নাম লিখে সার্চ করুন এবং আপনার প্রোফাইলে প্রবেশ করুন। নিচে দেখানো অপশনটিতে ক্লিক করুন।নাম্বার-দিয়ে-ফেসবুক-পাসওয়ার্ড-বের-করা

স্টেপ ২:

এখন যে পেইজটি পাবেন তার একদম নিচে একটি অপশন পাবেন সেটি হচ্ছে Copy Link। এখানে ক্লিক করুন।পাসওয়ার্ড-ছাড়া-ফেসবুক-লগইন

স্টেপ ৩:

এখন আপনি মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ এ অথবা ব্রাউজারে যান। ব্রাউজার ওপেন করলে www.facebook.com ওয়েবসাইটটি তে প্রবেশ করুন।

স্টেপ ৪:

আপনাকে লগইন করার জন্য বলা হবে। লগইন করার জন্য আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এখানে আপনি মোবাইল নাম্বার/ইমেইল আইডির পরিবর্তে আপনার লিংকটি পেস্ট করুন। এবং এখানে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে লিঙ্কের প্রথমে www.facebook.com/ অংশটুকু কেটে দিতে হবে। এই অংশটুকু কেটে দেওয়ার পর নিচের Forgotten password? অপশনটিতে ক্লিক করুন।হারানো-ফেসবুক-আইডি-ফিরে-পাওয়ার-উপায়

স্টেপ ৫:

পরবর্তী সব কাজ একই। আপনি ভেরিফাই করা ইমেইল আইডি/মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এবং ওই নাম্বারে/আইডিতে যে কোডটি আসবে সেটি সাবমিট করে আগে বাছাই করে রাখা নতুন একটি পাসওয়ার্ড লিখে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন।

আমি উপরে সব সুন্দর করে বলেই দিয়েছি। এভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট সহজেই রিকভার করতে পারেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি নিজেই সব করে নিতে পারবেন।

কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে আপনার একাউন্টে যদি ইমেইল আইডি অথবা মোবাইল ফোন কোনটাই ভেরিফাই না করা থাকে তাহলে আপনি কিন্তু আপনার আইডি রিকভার করতে পারবেন না।

এখানে আরেকটি বিষয় হচ্ছে যদি অন্য কারো মোবাইল নাম্বার/ইমেইল আইডি দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে ওই নাম্বারটি/আইডি আপনার কাছে থাকতে হবে। অথবা ওই নাম্বারে/আইডিতে যে কোডটি যাবে সেটি আপনাকে নিজ দায়িত্বে নিতে হবে।

আশা করি এই আর্টিকেলটি পড়ার পর ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনি স্বাবলম্বী হয়ে উঠেছেন। আপনি নিজেই অল্প সময়ের মধ্যেই আপনার একাউন্টটি রিকভার করতে পারবেন। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এই কথাটি আপনার মাথা থেকে সরে যাবে।

ফেসবুক পাসওয়ার্ড সম্পর্কিত আরো জিজ্ঞাসা

প্রশ্নঃ আমি ফেসবুক পাসওয়ার্ডটি জানি এবং পরিবর্তন করতে চাই। কিভাবে করব?

উত্তর: প্রথমে আপনি ফেসবুক প্রোফাইলে যাবেন। তারপর Settings এ যাবেন। তারপর Change password এ ক্লিক করবেন। এরপর আপনার পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড লিখে সাবমিট করবেন। এভাবে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

প্রশ্নঃ যে মোবাইল নাম্বার দিয়ে আইডি খোলা সেই সিমটি নষ্ট হয়ে গেলে কি করব?

উত্তরঃ এক্ষেত্রে যদি আপনার একাউন্টে ইমেইল আইডি ভেরিফাই করা থাকে তাহলে আপনি ইমেইল আইডি দিয়েই ফেসবুক একাউন্ট রিকভার করতে পারবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারের কোন দরকারই হবে না। আর যদি ইমেইল আইডি ভেরিফাই করা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটির প্রয়োজন হবেই।

আপনি বাইরের কোন দোকান অথবা কাস্টমার কেয়ার থেকে সিমটি সহজেই তুলে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে আপনার ভেরিফাই করা মোবাইল নম্বরটি সংগ্রহ করতেই হবে। তা না হলে আপনি আপনার আইডি রিকভার করতে পারবেন না।

প্রশ্নঃ আমার ফেসবুক পাসওয়ার্ড কত তা কিভাবে দেখতে পারবো?

উত্তরঃ আপনি যদি ফেসবুকে লগইন করার সময় গুগলে পাসওয়ার্ডটি সেভ করে রাখেন তাহলে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন। তাছাড়া আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন না।

ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য (যদি সেভ করা থাকে) প্রথমে Chrome ব্রাউজার ওপেন করুন। Settings অপশনে গিয়ে Save passwords এ ক্লিক করুন। এখানে আপনার সকল সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন।

লেখাটি পড়ে কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *