রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৩

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৩

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৩
রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৩

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৩, আপনি বাসায় ওয়াইফাই ব্যবহার করেন অথচ কিভাবে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় অথবা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানেন না তাহলে তো আপনি বিপদে পড়তে পারেন। আপনার বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলে তো আপনারই লস হবে। এতে আপনার ওয়াইফাই এর স্পিড কমে যাবে। এমনকি অন্য কেউ আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন পর্যন্ত করে ফেলতে পারে।

আপনি চাইলে নিজেই নিজের মোবাইল ফোন দিয়ে রাউটার ম্যানেজমেন্ট, ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করা, ইউজার কন্ট্রোল করা, বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া ইত্যাদি কাজ সহজেই করতে পারেন।

বর্তমানে অফিস-আদালত, স্কুল-ক্লাস অনেকটাই অনলাইন নির্ভরশীল হওয়ায় আমরা ওয়াইফাইয়ের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। আবার অনেকে আবার যারা অনলাইনে ইনকাম করেন তাদের জন্য তো ওয়াইফাই খুবই দরকারি। আজকাল আমাদের দেশে শহর কিংবা গ্রাম সর্বত্রই ওয়াইফাই বেশ প্রচলিত।

ওয়াইফাই রাউটার ইন্সটল করার সময় প্রোভাইডার একটি নির্দিষ্ট পাসওয়ার্ড সেট করে দিয়ে যায়। এখানেই মূল সমস্যা। ওই প্রোভাইডার এর কাছ থেকে যারা যারা ওয়াইফাই কানেকশন নেবে তাদের সবারই একই পাসওয়ার্ড সেট করে দিবে। এই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড লিকড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতে দেখা যাবে যে আপনার ওয়াইফাই অন্য অন্য কেউ ব্যবহার করছে। এতে আপনার ওয়াইফাই স্পিড অনেকটাই কমে যাবে এবং আপনি আপনার কাজ ঠিকঠাক করতে পারবেন না।

এই আর্টিকেলে আমি কিভাবে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম, ওয়াইফাই হাইড করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাব। চলুন তাহলে শুরু করা যাকঃ

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায়

আপনাকে আগেই বলে নেই রাউটারের দুইটি পাসওয়ার্ড থাকে। একটি হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড আর একটি হচ্ছে লগইন পাসওয়ার্ড। আমরা সচরাচর ওয়াইফাই পাসওয়ার্ডটি সম্পর্কেই বেশি জানি এবং ব্যবহার করি।

আমি আপনাদের দুটি পাসওয়ার্ড সম্পর্কেই জানিয়ে দিই। ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে সেই পাসওয়ার্ড যা দিয়ে আমরা ওয়াইফাই ব্যবহার করি। আর লগইন পাসওয়ার্ড হচ্ছে আরেকটি পাসওয়ার্ড সেটি রাউটার ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে দরকার হয়।

রাউটার ম্যানেজমেন্ট বলতে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করা, ওয়াইফাই এর ইউজারনেম পরিবর্তন করা, ওয়াইফাই হাইড করা, কে কে চালাচ্ছে তা দেখা, কোন ইউজারকে ব্লক করে দেওয়া, কোন নিষিদ্ধ ওয়েবসাইট বন্ধ করে দেয়া, বাসায় ছোট বাচ্চা থাকলে তাদের জন্য টাইম লিমিট করে দেয়া -এরকম আরো অনেক কাজ করা বোঝায়।

ওয়াইফাইয়ের/রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার আগে আপনাকে একটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে। আপনি যখন প্রথম রাউটার ইন্সটল করবেন তখন রাউটার ম্যানেজমেন্ট এর জন্য আপনার ব্রাউজার থেকে একটি আইপি এড্রেস এ প্রবেশ করতে হবে। এই আইপি এড্রেস টি বিভিন্ন রাউটার কোম্পানির জন্য বিভিন্ন হয়ে থাকে। কোন কোম্পানির জন্য আইপি এড্রেস কি হবে তা ওই রাউটারের বক্সে দেওয়া থাকে। এটা নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না। আপনি যে কোম্পানির রাউটার নিয়েছেন সে অনুযায়ী আইপি এড্রেস এ প্রবেশ করতে হবে।

মনে করুন, আপনি টেন্ডা রাউটার নিয়েছেন এবং  টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন/টেন্ডা রাউটার সেটআপ করতে চান। টেন্ডা রাউটারের জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1 login

তাহলে প্রথমে আপনি এই আইপি অ্যাড্রেসটি আপনার ব্রাউজারের সার্চ বারে লিখুন এবং প্রবেশ করুন। প্রথমে আপনি একটি পেজ দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখান থেকেই আপনি রাউটার ম্যানেজমেন্টের যাবতীয় কাজ করতে পারবেন।

আর আপনি যদি আগেই লগইন পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে প্রথমে লগইন করার জন্য একটি বক্স আসবে এবং এই বক্সে আপনাকে ওই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর লগইন করে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন:

আপনার জন্য দুটি পাসওয়ার্ডই খুবই দরকারী। যদিও আমরা ওয়াইফাই পাসওয়ার্ড সম্পর্কেই বেশি জানি। আপনি কিভাবে দুইটি পাসওয়ার্ড ই পরিবর্তন করবেন তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছিঃ

ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার উপায়

আবারো বলে নিই, ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে সেই পাসওয়ার্ড যা দিয়ে আমরা ওয়াইফাই ব্যবহার করি। কিভাবে নিজেই এন্ড্রয়েড মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা স্টেপ বাই স্টেপ দেখে নিনঃ

স্টেপ ১:

প্রথমে একটি ব্রাউজার ওপেন করুন। তারপর আপনার রাউটারের কোম্পানি অনুযায়ী আইপি এড্রেস টাইপ করুন। প্রথমবারের ক্ষেত্রে নিচের মত একটি পেজ দেখতে পাবেন অথবা লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। একদম উপরে ডান দিকে কর্ণারে মার্ক করা অংশে ক্লিক করুন।

স্টেপ ২:

এখন আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। Wireless Settings এ ক্লিক করুন।

স্টেপ ৩:

এখানে Security Mode অপশন পাবেন। নিচের বক্সটিতে ক্লিক করুন।

স্টেপ ৪:

WPA/WPA2-PSK Mixed অপশনটি সিলেক্ট করুন।

স্টেপ ৫:

এখন একটি বক্স দেখতে পাবেন। এটাতে একটি  শক্তিশালী পাসওয়ার্ড লিখুন এবং OK অপশন এ ক্লিক করুন।

এইতো আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে।

এই পাসওয়ার্ড পরিবর্তন হওয়ার পরে আপনি আর আগের পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না। আপনার বাসায় যারা আগে থেকেই ওয়াইফাই এ লগইন করা ছিল তাদের সবারই এই নতুন পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে হবে। তাছাড়া ইন্টারনেট কেউই ব্যবহার করতে পারবে না।

লগইন পাসওয়ার্ড পরিবর্তন করার উপায়

লগইন পাসওয়ার্ড সম্পর্কে তো ভালো করেই জানেন। কিভাবে নিজেই লগইন পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা দেখে নিনঃ

স্টেপ ১:

প্রথমে ব্রাউজার ওপেন করে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস টাইপ করুন এবং ওয়েবসাইটে প্রবেশ করুন। আগের মতই একদম উপরে ডান দিকে কর্ণারে মার্ক করা অংশে ক্লিক করুন।

স্টেপ ২:

Administration এ ক্লিক করুন।

স্টেপ ৩:

এখানে আপনি তিনটি বক্স দেখতে পাবেন। উপরের বক্সটিতে আপনার পুরাতন পাসওয়ার্ড এবং নিচের দুটি বক্সে আপনার পছন্দ মত নতুন পাসওয়ার্ড লিখুন এবং OK অপশনে ক্লিক করুন।

উল্লেখ্য, পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন যেন সহজে অন্য কেউ জানতে না পারে।

এই পাসওয়ার্ড পরিবর্তন করার পর আপনি অটোমেটিক লগ আউট হয়ে যাবেন এবং নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করতে হবে।

লগইন পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডে কোন সমস্যা হবে না। অর্থাৎ সবাইকে ওয়াইফাই ব্যবহার করার জন্য নতুন করে আর পাসওয়ার্ড দিতে হবে না।

ওয়াইফাই কে কে চালাচ্ছে তা কিভাবে দেখবেন

আপনাদের যাদের বাসায় ওয়াইফাই রয়েছে তাদের সবারই একটি চিন্তা থাকে যে অন্য কেউ ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে ফেললো না তো। যদি মনে করেন কেউ আপনার ওয়াইফাই চুরি করে ব্যবহার করছে তা আপনি দেখতে সহজেই দেখতে পারবেন।

আপনি চাইলে কাউকে ব্লক করে দিতে পারবেন। আপনি যদি কাউকে ব্লক করে দেন তাহলে সে আর ওয়াইফাই ব্যবহার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আনব্লক করবেন।

প্রথমে আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে তা দেখুন। যদি মনে করেন বাইরে কেউ, তাহলে দ্রুত আন ব্লক করে দিন।

ওয়াইফাই কে কে চালাচ্ছে তা দেখতে নিচের স্টেপসমূহ ফলো করুনঃ

  1. প্রথমে আগের মত রাউটার ম্যানেজমেন্ট এ লগইন করুন। User Management এ ক্লিক করুন।
  2. এখন আপনি দেখতে পারবেন আপনার বাসার ওয়াইফাই কে কে চালাচ্ছে।

কিভাবে ইউজারকে ব্লক করবেন

মনে করুন আপনার বাসায় ওয়াইফাই অনাকাঙ্খিত একজন ব্যবহার করছে। আপনি চাইলে ওই ইউজারকে ব্লক করে দিতে পারেন।

  1. প্রথমে রাউটার ম্যানেজমেন্ট এ প্রবেশ করার পর User Management এ ক্লিক করুন।
  2. এখানে ওয়াইফাই কে কে চালাচ্ছে তা আপনি দেখতে পারবেন। তো আপনি যাকে ব্লক করতে চান তাকে সিলেক্ট করুন এবং নিচের OK অপশনটিতে ক্লিক করুন।

আপনি চাইলে একের অধিক ইউজারকে একসাথে ব্লক করতে পারেন।

কিভাবে ইউজারকে আনব্লক করবেন

অনেক সময় দেখা যায় যে আপনি একজনকে ব্লক করতে গিয়ে আরেকজনকে ব্লক করে ফেলতে পারেন অথবা আপনি ইচ্ছে করেই একজনকে ব্লক করেছিলেন। এখন আনব্লক করতে চাচ্ছেন।

কিভাবে কাউকে আনব্লক করবেন? এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। এটা খুবই সহজ একটি কাজ।

আগের মতই ওই পেজটিতে যান এবং এখানে গেলে দেখতে পাবেন আপনি যাকে ব্লক করেছিলেন তার মোবাইল এর নাম নিচেই আছে। মোবাইল নেম সিলেক্ট করে আনব্লকে ক্লিক করুন।

কিভাবে ওয়াইফাই নেম পরিবর্তন করবেন

এখন আসি কিভাবে ওয়াইফাই নেম পরিবর্তন করতে হয়। আমরা যখন ওয়াইফাই কানেকশন নেই তখন প্রোভাইডার একটি ডিফল্ট নেম সেট করে দিয়ে যায় অথবা আমরা যে কোম্পানির রাউটার নেই ওই কোম্পানির একটি ডিফল্ট ওয়াইফাই নেম সেট করা থাকে।

আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মত ওয়াইফাই নেম সেট করে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে কয়েকদিন পর পর নাম পরিবর্তন করেও ফেলতে পারেন।

কিভাবে ওয়াইফাই নেম পরিবর্তন করবেন তা দেখে নিনঃ

স্টেপ ১:

প্রথমে আগের মতই ব্রাউজার ওপেন করে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এ লগ ইন করুন। Wireless Settings এ ক্লিক করুন।

স্টেপ ২:

এখন আপনি Wifi Name নামে একটি অপশন পাবেন। এখানে আপনার আগের নামটি মুছে নতুন ঠিক করা নামটি লিখে ফেলুন এবং OK এ ক্লিক করুন।

আপনি ওয়াইফাই এর নাম পরিবর্তন করলে, ওয়াইফাই সার্চ করার করার পর নতুন নামটি মোবাইলে শো করবে।

কিভাবে ওয়াইফাই হাইড করবেন

আপনি একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে আপনি যখন আপনার ফোনের ওয়াইফাই অন করেন তখন আশেপাশের যত ওয়াইফাই কানেকশন আছে সবগুলোই আপনার ফোনে দেখাচ্ছে। তারমানে বিষয়টা হচ্ছে ওইসব ওয়াইফাইগুলা ওপেন। আপনি যদি কোনটার পাসওয়ার্ড জানেন তাহলে সহজেই ওই ওয়াইফাই এর ব্যবহার করতে পারবেন।

কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার বাসার ওয়াইফাইটি হাইড করে রাখতে পারেন। ওয়াইফাই হাইড করা হচ্ছে যারা আপনার ওয়াইফাই ব্যবহার করছে না তারা কেউই তাদের মোবাইলে সার্চ করে আপনার ওয়াইফাই এর নামটি খুঁজে পাবে না।

মনে করেন, আপনার বাসায় ওয়াইফাইটি হাইড করা আছে এবং আপনি আপনার মোবাইলটিতে ওই ওয়াইফাইটি সেভ করা নেই। যখন আপনি আপনার মোবাইলে ওয়াইফাই অন করবেন তখন আপনি নিজেই আপনার বাসার ওয়াইফাইটি খুঁজে পাবেন না।

মাত্র একটি স্টেপ অনুসরণ করে আপনি ওয়াইফাই হাইড করতে পারেনঃ

  1. প্রথমে Wireless Settings এ ক্লিক করুন।
  2. Wifi Name অপশনটির পরেই আরেকটি অপশন পাবেন Hide Wifi. এখানে ক্লিক করে এবং সর্বশেষ OK এ ক্লিক করুন।

তাহলেই আপনার ওয়াইফাই হাইড হয়ে যাবে। অর্থাৎ কেউ আর আপনার ওয়াইফাই সার্চ করে পাবে না।

এখানে একটি সুবিধা আছে। অপরিচিত কেউই আপনার ওয়াইফাই খুজে পাবে না। তবে একটি অসুবিধাও রয়েছে। আপনি যদি নতুন ইউজার এড করতে চান অথবা নতুন কেউ যদি ওয়াইফাই ব্যবহার করতে চায় তাহলে আলাদা পদ্ধতি অনুসরণ করতে হবে।

আপনি এখানে দুটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

হাইড করা ওয়াইফাই ব্যবহার করার জন্য প্রথম পদ্ধতিটি খুবই সহজ এবং আপনি হয়তো জানেন। সেটি হচ্ছে QR Code স্ক্যান করা। বর্তমান অ্যান্ড্রয়েড এর নতুন ভার্সনগুলোতে QR Code স্ক্যান করে সহজে আপনি নতুন কাউকে আপনার হাইড করা ওয়াইফাই ব্যবহার করতে দিতে পারেন।

যদি অ্যান্ড্রয়েড এর ভার্সন অনেক কম হয় এবং QR Code যদি সাপোর্ট না করে তাহলে কি করবেন? এটা নিয়েও চিন্তার কিছু নেই। মাত্র দুটি স্টেপ অনুসরণ করে আপনি হাইড করা ওয়াইফাই ব্যবহার করতে পারেনঃ

  1. প্রথমে Settings এ যাবেন, তারপর WiFi এ যাবেন। এরপর ওয়াইফাই অন করবেন। ওইখানে একটি অপশন পাবেন Add Network. এখানে ক্লিক করুন।
  2. এখানে আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিয়ে Add এ ক্লিক করুন।

এভাবে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

এখানে আমার পরামর্শ থাকবে আপনি সবসময় আপনার ওয়াইফাই হাইড করে রাখবেন। এতে আপনার বাসায় যে ওয়াইফাই রয়েছে তা অনেকে জানবেই না। এতে আপনার ওয়াইফাই সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেক বেশি।

কিভাবে টাইম লিমিট/ওয়েবসাইট নিষিদ্ধ করবেন

মনে করুন, আপনার বাসায় ছোট বাচ্চা কিংবা স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছে এবং বাসায় ওয়াইফাই কানেকশন রয়েছে। বিষয়টা হচ্ছে আপনার সন্তানরা খুবই মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে।

আপনি চাচ্ছেন বাচ্চাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়ার জন্য যার বাইরে তারা ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। আবার ছোট বাচ্চারা অনেক সময় বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইটে চলে যেতে পারে। আপনি ওই ওয়েবসাইট গুলোও বন্ধ করে দিতে চাচ্ছেন। আপনি এই কাজটিও খুব সহজেই নিজেই করে ফেলতে পারবেন।

এই কাজটা করলে আপনার দুই দিক দিয়েই সুবিধা হবে। আপনি যেমন নিশ্চিন্তে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ঠিক তেমনি আপনার বাচ্চারাও সময়ের অতিরিক্ত ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। ইউটিউব, ফেসবুক, এডাল্ট ওয়েবসাইট ইত্যাদি থেকে দূরে রেখে আপনি বাচ্চাদের মোবাইল আসক্তি অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন।

টাইম লিমিট করা বিষয়টি হচ্ছে কোন ইউজার এর জন্য নির্দিষ্ট সময় ঠিক করে দেয়া। মনে করুন, আপনি কোন ইউজারের জন্য বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সময় ঠিক করে দিলেন। তাহলে এই সময়ের বাইরে সে ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। আপনি টাইম লিমিট করে দিলে ওই ইউজারের ফোনে ওয়াইফাই কানেকশন দেখাবে কিন্তু কোন ডাটা ব্যবহার করতে পারবে না।

আর ওয়েবসাইট নিষিদ্ধ করার বিষয়টি হচ্ছে কোন ওয়েবসাইট করে দেওয়া। ধরুন আপনি আপনার কোন ইউজারের জন্য tricksvibe.com ওয়েবসাইটটি নিষিদ্ধ করে দিলেন। তাহলে ওই ইউজার কখনোই আপনার ওয়াইফাই ব্যবহার করে ওই ওয়েবসাইটে প্রবেশ কর‍তে পারবে না।

আরও পড়ুন:

কিভাবে টাইম লিমিট করবেন

স্টেপ ১:

আগের মতই নিচের দেখানো পেজে প্রবেশ করুন। এবার Parental Controls এ ক্লিক করুন।

স্টেপ ২:

এখানে আপনি যাকে টাইম লিমিট দিতে চান তার মোবাইলটি সিলেক্ট করুন এবং টাইম সিলেক্ট করুন। এখানে আপনি চাইলে ওই ইউজার সপ্তাহে কোন কোন দিন ওয়াইফাই ব্যবহার করতে পারবে তাও ঠিক করে দিতে পারবেন। এরপর OK তে ক্লিক করুন।

কিভাবে ওয়েবসাইট নিষিদ্ধ করবেন

এখানে দুটি বিষয়ে রয়েছে। একটি হচ্ছে Only Forbid এবং আরেকটি হচ্ছে Only Permit. Forbid হচ্ছে নিষিদ্ধ করা, Permit হচ্ছে অনুমতি দেয়া।

এখানে যদি আপনি Only Permit সিলেক্ট করেন তাহলে আপনি যে ওয়েবসাইট/ওয়েবসাইটসমুহ সিলেক্ট করবেন ওই ব্যবহারকারী শুধু ওই ওয়েবসাইটি/ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবে।

আর Only Forbid সিলেক্ট করলে ব্যবহারকারী আর ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবে না।

কিভাবে কোন ওয়েবসাইট নিষিদ্ধ করবেন তা দেখে নিনঃ

  1. Parental Controls এ ক্লিক করার পর একদম নিচে Websites Restrictions নামে একটি অপশন পাবেন। এর নিচের বক্স এ ক্লিক করুন। এখন Only Forbid এ ক্লিক করুন।
  2. যে ওয়েবসাইটটি নিষিদ্ধ করতে চান সেটি লিখুন এবং OK এ ক্লিক করুন।

আপনি চাইলে দুই দুই বা ততোধিক ওয়েবসাইট একসাথে নিষিদ্ধ করতে পারে।

তাহলে আপনার বাচ্চা কিংবা ওই ব্যবহারকারী কখনোই ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না।

আমি এই আর্টিকেলে কিভাবে আপনি নিজেই মোবাইল দিয়ে আপনার ওয়াইফাই এর পুরো ব্যবস্থাপনা করবেন তা সুন্দর করে উপস্থাপন করেছি।

আমি টেন্ডা রাউটার ব্যবহার করছি। এই আর্টিকেলটি মূলত টেন্ডা রাউটারের আলোকেই লেখা। তো যাদের বাসায় টেন্ডা রাউটার আছে তাদের ক্ষেত্রে অপশন গুলো সব একই থাকবে। আপনারা তাহলে এই আর্টিকেলটি পড়ে খুব দ্রুতই টেন্ডা রাউটার সেটআপ করে নিতে পারবেন। যদি কেউ অন্য কোম্পানির রাউটার ব্যবহার করে থাকেন তাহলে হয়তো অপশনগুলো একটু এদিক সেদিক হতে পারে কিন্তু মূল বিষয় সব একই।

আশা করি আপনি এই আর্টিকেল পড়ার পর আপনাকে রাউটার ম্যানেজমেন্ট নিয়ে আর কোন ঝামেলায় পড়তে পারবে না। আপনি যে কোম্পানির রাউটার ই ব্যাবহার করুন না কেন নিজেই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন, ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম, ওয়াইফাই নাম পরিবর্তন, ওয়াইফাই কে কে চালাচ্ছে তা দেখা, ওয়াইফাই হাইড করা, বাচ্চাদের জন্য এডাল্ট ওয়েবসাইট নিষিদ্ধ করে দেয়া ইত্যাদি যাবতীয় সব কাজই করতে পারবেন।

সুস্থ থাকুন নিরাপদে থাকুন। বিদায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top